কাল থেকে চট্টগ্রামে ধর্মঘট প্রত্যাহার, চলবে গণপরিবহন
 প্রকাশিত: 
                                                ৭ নভেম্বর ২০২১ ০২:৩৪
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২২:৩৩
                                                
 
                                        সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে চট্টগ্রাম মহানগরীতে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি। রোববার সকাল ৬টা থেকে চট্টগ্রাম নগরে গণপরিবহন চলবে।
শনিবার (৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল।
তিনি বলেন, ‘রোববার থেকে চট্টগ্রাম নগরে গণপরিবহন চলবে। একটি পক্ষ রাস্তা বন্ধ করে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি চলাচলে বাধা প্রদান করে রাজনৈতিকভাবে ফায়দা লুটের চেষ্টা করছে। সেজন্য ধর্মঘট প্রত্যাহার ঘোষণা করা হয়েছে।’



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: