রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না
প্রকাশিত:
২১ জুন ২০২১ ১৫:৫৯
আপডেট:
২ আগস্ট ২০২৫ ১২:২০

আজ সোমবার (২১ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গতকাল রোববার (২০ জুন) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোডিফিকেশনকৃত সোনারগাঁও টিবিএস কমিশনিং কাজের জন্য নারায়ণগঞ্জের মেঘনাঘাট, মোগড়াপাড়া, সোনারগাঁও, পিরোজপুর, আষাড়িয়াচর, ঝাউচর, কেওডালা, লাঙ্গলবাদসহ সোনারগাঁও পিজিএস লাইনের সঙ্গে সংযুক্ত সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সোমবার সকাল থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে এবং আশপাশের এলাকায়ও গ্যাসের চাপ কম পাওয়া যাবে।
গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
সম্পর্কিত বিষয়:
তিতাস গ্যাস
আপনার মূল্যবান মতামত দিন: