শনিবার, ৪ঠা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


রাজধানীতে বাসের ধাক্কায় সিএনজি চালক নিহত


প্রকাশিত:
৭ এপ্রিল ২০২১ ১৭:২৬

আপডেট:
৭ এপ্রিল ২০২১ ২২:০৬

ফাইল ছবি

লকডাউনের প্রথম দু’দিন রাজধানীর সড়কে গণপরিবহন চলাচল নিষিদ্ধ ছিল। এরপর মানুষের দুর্ভোগ বিবেচনায় সকাল-সন্ধ্যা চলাচলের অনুমতি দেয় সরকার। বুধবার (০৭ এপ্রিল) থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে।

এদিকে, বুধবার (০৭ এপ্রিল) সকালে রাস্তায় নেমেই রাজধানীর নিউমার্কেট সংলগ্ন রাস্তায় একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি বাস। এতে ওই অটোরিকশার চালক গোলাম মোস্তফা (৬০) নিহত হয়েছেন। সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সিএনজিচালককে হাসপাতালে নিয়ে আসা পথচারী শিপু হালদার জানান, নিউমার্কেট সংলগ্ন রাস্তায় আজিমপুরগামী ঠিকানা পরিবহনের একটি বাস সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি উল্টে যায় ও চালক আহত হয়। সিএনজির চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক সোয়া ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মৃত গোলাম মোস্তফা রামপুরা টিভি সেন্টার এলাকায় থাকতেন। তার বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি।

তিনি আরও জানান, এ ঘটনায় ঠিকানা বাসের চালক জালালকে (৩০) আটকে রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানায় অবহিত করা হয়েছে।


সম্পর্কিত বিষয়:

পুলিশ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top