ধানমন্ডি বহুতল ভবনে আগুন
প্রকাশিত:
২১ আগস্ট ২০২৪ ১১:২৩
আপডেট:
১ আগস্ট ২০২৫ ২২:১৩

রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বহুতল আবাসিক ভবনে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ছয়টি ইউনিট কাজ করছে।
বুধবার সকাল ১০টা ২৫ মিনিটে আগুনে সূত্রপাত হয় বলে বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম।
লিমা খানম জানান, তারা খবর পাওয়া মাত্র ছুটে গেছেন। ধানমন্ডি পলাশী এবং সদর দফতর থেকে ছয়টি ইউনিট ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ধানমন্ডি এলাকার ৫ নম্বর রোডের ১৬ নম্বর বাসায় এ ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত হতাহত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আপনার মূল্যবান মতামত দিন: