ভূতের গলিতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
প্রকাশিত:
২১ মে ২০২৪ ১৪:২৪
আপডেট:
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০
রাজধানীর কলাবাগানের ভূতের গলিতে একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে মো. মোফাজুল হক (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ মে) সকাল ১০টার দিকে কলাবাগানের ক্যালিক্স স্কুলের সামনে নির্মাণাধীন ভবনের বাইরের অংশে মাচাং বেঁধে কাজ করার সময় এই ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোফাজুল চাঁপাইনবাবগঞ্জ সদরের ধুমিহায়াতপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনে ছেলে। বর্তমানে তিনি নির্মাণাধীন ভবনটিতে থাকতেন।
নিহতের সহকর্মী আব্দুল আহাদ বলেন, আজ সকালে ভূতের গলিতে একটি নির্মাণাধীন ভবনের চতুর্থ তলার বাইরের অংশ মাচাং বেঁধে প্লাস্টারের কাজ করছিল মোফাজুল। এ সময় পাশ দিয়ে বয়ে যাওয়া একটি বিদ্যুতের তারের সাথে অসাবধানতাবশত সে স্পর্শ লাগলে অচেতন হয়ে পড়ে। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান মোফাজুল বেঁচে নেই।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: