মালিবাগে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর
প্রকাশিত:
২১ এপ্রিল ২০২৪ ১১:১৮
আপডেট:
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৯

রাজধানী মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আব্দুল ওয়াদুদ নামে পঞ্চাশোর্ধ্ব এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, আব্দুল ওয়াদুদ পেশায় নিরাপত্তাকর্মী। রাতে কাজ শেষে সকালে বাসায় ফিরছিলেন তিনি। মালিবাগ রেলগেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পথচারীরা দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। মালিবাগ পশ্চিম হাজীপাড়ার একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: