মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


অতিরিক্ত মদপানে কিশোরের মৃত্যু


প্রকাশিত:
১৩ এপ্রিল ২০২৪ ১১:৩৩

আপডেট:
৩০ এপ্রিল ২০২৪ ০২:২৭

ফাইল ছবি

রাজধানীতে অতিরিক্ত মদপানে মো. মাহি রাশীদ দীপ্ত (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ব্রিটিশ কাউন্সিলে ও লেভেলের শিক্ষার্থী ছিল।

শনিবার (১৩ এপ্রিল) সকাল আটটার দিকে নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।

অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

দীপ্তর বাবা মামুন বলেন, দীপ্ত আমার একমাত্র ছেলে। দীপ্ত হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, হঠাৎ তার বমি শুরু হয়। আগে থেকে তার শ্বাসকষ্ট ছিল, তাই আমি ইনহেলার কিনে দেই তাতেও কোনও কাজ হয়নি। পরে সকাল নয়টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় আমার ছেলে আর বেঁচে নেই। তবে সে মদপান করেছে কিনা সে বিষয়টি বলতে পারছি না।

তিনি বলেন, আমার ছেলে ব্রিটিশ কাউন্সিলে ও লেভেলের ছাত্র ছিল। আমরা নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোডে নিজস্ব বাসায় থাকি। আমাদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মাসুদ বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি নিউমার্কেট থানাকে জানিয়েছি। জানতে পেরেছি সে মদপানে মারা গেছে, হাসপাতালের রেজিস্টারে সেটাই লেখা আছে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top