হাতিরঝিলে হাত-পা বাঁধা মরদেহ
প্রকাশিত:
১২ অক্টোবর ২০২০ ১৫:৪১
আপডেট:
২ আগস্ট ২০২৫ ০৪:৩৬

রাজধানীর হাতিরঝিলের রামপুরা ব্রিজ সংলগ্ন ঝিল থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাতিরঝিলের রামপুরা এলাকায় অংশে ঝিলের মধ্যে ওই ব্যক্তির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে তার হা-পা বাঁধা অবস্থায় ছিল, মুখের পুরো অংশ অ্যাসিডে ঝলসে দেয়া হয়েছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।
আপনার মূল্যবান মতামত দিন: