দিয়াবাড়িতে ফ্যান্টাসি আইল্যান্ডের মেশিনারি গোডাউনে আগুন
 প্রকাশিত: 
                                                ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:০০
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১১:৩২
                                                
                                        রাজধানীর দিয়াবাড়িতে ফ্যান্টাসি আইল্যান্ডের মেশিনারিজ গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, দুপুর ১২টা ৪৫ মিনিটে খবর আসে উত্তরা দিয়াবাড়ির ফ্যান্টাসি আইল্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই খবরে একে একে মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সোয়া এক ঘণ্টা পর দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লেগেছিল মেশিনারিজ গোডাউনে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নিরূপণ করা হয়নি বলেও জানান তিনি।



                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: