কারাগারে অসুস্থ, ঢামেকে আনার পর বন্দির মৃত্যু
প্রকাশিত:
২৮ ডিসেম্বর ২০২৩ ১২:০৭
আপডেট:
১ আগস্ট ২০২৫ ২৩:৪০

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ফজলুল করিম নামে ৭০ বছর বয়সী এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টার কিছু আগে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফজলুল হকের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ থানায়। তার বাবার নাম ওয়াজী উল্লাহ।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ফজলুল করিমকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বাচ্চু মিয়া আরও জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: