রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


তেজগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

কমলাপুরে পাশের ভবনের পানির ট্যাংক ভেঙে নারীর মৃত্যু


প্রকাশিত:
২৩ আগস্ট ২০২০ ১৭:০১

আপডেট:
৫ মে ২০২৪ ১৩:১৯

ফাইল ছবি।

রাজধানীর উত্তর কমলাপুরে (৫৯/৫ নম্বর) বাবার বাসায় বেড়াতে গিয়েছিলেন রিমা আক্তার (৪২)। গতকাল ২২ আগষ্ট শনিবার রাত সাড়ে ৮টায় বাবার সেই টিনশেড বাড়ির ওপরে হঠাৎ ভেঙে পড়ে পাশের ছয়তলা ভবনের পানির ট্যাংক। এতে মৃতু হয় রিমার।

নিহতের এক স্বজন জানান, রিমার স্বামীর নাম আহসান উল্লাহ। তিন সন্তানের মা তিনি। গতকাল রাতে নিজের বাসার কাছেই বাবার বাসায় বেড়াতে গিয়েছিলেন তিনি। হঠাৎ পাশের ছয়তলা ভবনের উপরের পানির হাউজটি ভেঙে তাদের টিনশেড বাড়ির উপরে পড়ে।

এ সময় ঘরের ভেতরে থাকা রিমা আক্তার গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

অন্যদিকে, মোটরসাইকেলের ধাক্কায় নজরুল (৪০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

তেজগাঁও থানার পরিদর্শক ( তদন্ত) আবুল হাসান জানান, তেজগাঁও শাহীন কলেজ সংলগ্ন রাস্তায় ভ্যানচালক নজরুল ভ্যান নিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নজরুলের মৃত্যু হয়। নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়।

এ সময় ওই মোটরসাইকেলে থাকা দুই আরোহীও গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ওই ভ্যানচালকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top