শুক্রবার, ৩০শে জানুয়ারী ২০২৬, ১৭ই মাঘ ১৪৩২


বাস থেকে ফেলে যাত্রীকে হত্যা, রিমান্ডে চালক-হেলপার


প্রকাশিত:
১৭ অক্টোবর ২০২২ ০৫:২৯

আপডেট:
৩০ জানুয়ারী ২০২৬ ১৮:৩৬

ছবি সংগৃহীত

চলন্ত বাস থেকে আবু সায়েম মুরাদ নামে এক যাত্রীকে রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগে বাসচালক মো. শাহ আলম ও হেলপার মোহনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুভ্রা চক্রবর্তীর আদালত এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের এক দিনের রিমান্ডের আদেশ দেন।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক মাহমুদুর রহমান বিষয়টি জানিয়েছেন।

জানা যায়, নিহত যাত্রী মুরাদ শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যার দিকে মতিঝিল থেকে ৮ নম্বর যাত্রীবাহী বাসে করে যাত্রাবাড়ীতে বাসার উদ্দেশ্যে রওনা দেন। বাসে হেলপারের সঙ্গে ভাড়া নিয়ে তর্কাতর্কি হয়। যাত্রাবাড়ীতে গিয়ে বাস থেকে নামার সময় হেলপার মুরাদকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে তিনি গাড়ির চাকার নিচে পড়ে যান। চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন মুরাদ। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মুরাদের বড় ভাই আবু সাদাত শনিবার (১৫ অক্টোবর) রাতেই যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। নিহত মুরাদ একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।


সম্পর্কিত বিষয়:

যাত্রাবাড়ী

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top