সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


চাঁদপুর রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি


প্রকাশিত:
২৬ জুলাই ২০২০ ১৮:১৪

আপডেট:
২৬ জুলাই ২০২০ ১৮:৪৭

চাঁদপুরকে রক্ষার জন্য অবৈধ বালু উত্তোলন বন্ধসহ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম।

সংগঠনের নেতৃবৃন্দ আজ (২৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করে এসব দাবি তুলে ধরেন।

সংগঠনের সভাপতি মিজান মালিক বলেন, চাঁদপুর আমাদের প্রাণের শহর। আমাদের শেকড় চাঁদপুরে। সেই শহরের অব্যাহত নদী ভাঙনে আজ বিলীনের পথে। এসব আমাদের পীড়িত করে। তাই নৈতিক দায় থেকে আমরা এই দাবিতে নেমেছি। আশাকরি সরকার অতিদ্রুত চাঁদপুরকে নদী ভাঙন থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।

সংগঠনের সিনিয়র সহসভাপতি জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার বলেন, চাঁদপুরকে কার্যকর ভাবে রক্ষা করতে হলে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। এর কেনো বিকল্প নেই। তিনি চাঁদপুরকে রক্ষার জন্য এখনই পদক্ষেপ নিতে বলেন।

সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ বলেন, ১৯৭২ সালেই বঙ্গবন্ধু চাঁদপুরকে রক্ষা করার উপর গুরুত্ব দিয়েছিলেন। সেটি সময়ের পত্রপত্রিকায় এসব খবর স্বাক্ষী হয়ে আছে। তিনি বলেন সাংবাদিকদের কাজ আন্দোলন করা নয়। কিন্তু বাধ্য হয়েই নিজ জেলাকে রক্ষার জন্য আমরা রাস্তায় নেমেছি।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক মান্না বলেন, চাঁদপুরের অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে। চাঁদপুরকে রক্ষা করতে না পারলে আমরা সেসব ঐতিহ্য হারাব। তাই দ্রুত চাঁদপুরকে রক্ষায় পদক্ষেপ নিতে হবে।

এসময় সংগঠনের বেশ কিছু সদস্য এবং ঢাকায় বসবাসরত চাঁদপুরের বাসিন্দাগণ উপস্থিত ছিলেন।

চাঁদপুরকে রক্ষায় কার্যকরী পদক্ষেপ দ্রুতসময়ের মধ্যে না নিলে আরও কঠিন আন্দোলনের কর্মসূচি দিবেন বলে ঘোষণা দেন সংগঠনের সদস্যগণ।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top