শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


তিন বছর পড়ে থাকা বিমান ওড়াল টাটা


প্রকাশিত:
২২ ফেব্রুয়ারি ২০২৩ ২২:২৯

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০৭:০০

 ফাইল ছবি

কলকাতা বিমানবন্দরে গত ৩ বছর ধরে অকেজো হয়ে পড়েছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। তবে এয়ার ইন্ডিয়া টাটা গোষ্ঠীর হাতে যাওয়ার পর সোমবার সেই বিমানই পরীক্ষামূলকভাবে ডানা মেলল আকাশে।

যাত্রীদের নিয়ে যেকোনো দিন ফের নিয়মিত পরিষেবা শুরু করতে পারে বিমানটি।

প্রায় দু’দশক আগে কলকাতাকে এয়ারবাস-৩১৯ বিমানের ঘাঁটি বানিয়েছিল এয়ার ইন্ডিয়া। এ বিমানগুলোর রক্ষণাবেক্ষণের কাজও হতো ওই বিমানবন্দরেই।
কিন্তু যন্ত্রাংশের অভাবে এয়ার ইন্ডিয়ার বেশ কয়েকটি বিমান অকেজো হয়ে পড়ে ছিল। পরে যখন এয়ার ইন্ডিয়ার বিক্রির আলাপ শুরু হয়, তখন থেকে পড়ে থাকা বিমানগুলো নিয়ে কেউ আর মাথা ঘামাননি।

তবে টাটা এয়ার ইন্ডিয়া কিনে নেওয়ার পর পরিস্থিতি বদলেছে। নতুন বিমান লিজ নেওয়ার পাশাপাশি পুরনো, অকেজো বিমানগুলোকেও সক্রিয় করার চেষ্টা চলছে।

একজন কর্মকর্তা বলেন, রানওয়ের পাশে প্রায় তিন বছর ধরে পড়ে ছিল সাতটি বিমান। তার মধ্যে একটিকে সরানো গেছে। অন্য একটিকে কোনোভাবেই সারানো সম্ভব নয়। বাকি পাঁচটি বিমান একে একে ধরা হবে। যন্ত্রাংশ বা অন্য কোনো প্রয়োজনে এয়ারবাসের সঙ্গেও আমরা যোগাযোগ করবো।

সম্প্রতি এয়ার ইন্ডিয়া এক দশকের মধ্যে এয়ারবাস ও বোয়িং থেকে মোট ৮৪০টি বিমান কেনার পরিকল্পনার কথা জানিয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top