রাজশাহীতে স্বস্তির বৃষ্টি, ঝড়ে ফল-ফসলের ক্ষতি
 প্রকাশিত: 
                                                ৮ মে ২০২৪ ১১:৩২
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৯:৩৯
                                                
 
                                        টানা তাপদাহের পর অবশেষে রাজশাহীতে স্বস্তির বৃষ্টি নেমেছে। অবশ্য একইসঙ্গে ঝড় হওয়ার কারণে ফলের গাছ ও ফসলের বেশ ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (৮ মে) দিনগত রাত একটার দিকে বৃষ্টি ও ঝড় হয়। বৃষ্টিতে স্বস্তি নামে জনজীবনে।
মঙ্গলবার রাত ১০টার দিক থেকেই মেঘাচ্ছন্ন আকাশ দেখা যায়। এরপর শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কয়েক ঘণ্টা পর মুশলধারে বৃষ্টি হয়। তবে বৃষ্টির পাশাপাশি ঝড় হওয়ায় কয়েকটি উপজেলায় বেশ কয়েকটি আমবাগান, পানবরজ ও ফসলের ক্ষতি হয়েছে। অনেক আমের গুটি ঝরে পড়ে। পরে বুধবার সকালে সাহেব বাজার, কোর্ট বাজারসহ বিভিন্ন বাজারে বিক্রি করতে নিয়ে আসেন বাগানিরা।
জানতে চাইলে রাজশাহী আবহাওয়া অফিসের অবজারভার আব্দুস সালাম বলেন, রাতে ৪ ঘণ্টা ধরে বৃষ্টি হয়। জেলায় বৃষ্টিপাতের পরিমাণ ৫১ মিলিমিটার। বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কমেছে বলেও জানান তিনি।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: